মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৪ ছাত্রী করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ঠাকুরগাঁওয়ের তিনটি বিদ্যালয়ের ১৪ জন ছাত্রী। তারা সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি বিদ্যালয়, সোনালি শৈশব এবং হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে লেখপড়া করে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এই ১৪ ছাত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আক্রান্তদের মধ্যে চতুর্থ শ্রেণির দুইজন, পঞ্চম শ্রেণির তিনজন, ষষ্ঠ শ্রেণির চারজন, সপ্তম শ্রেণির দুইজন, অষ্টম শ্রেণির একজন, নবম শ্রেণির একজন ও দশম শ্রেণির শিক্ষার্থী একজন। তারা ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের (বালিকা শাখা) সদস্য।

গত ১৬ সেপ্টেম্বর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রী জ্বর-সর্দিতে ভোগে।

গত সোম থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫ জনসহ মোট ১৪ ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক রিক্তা বানু বলেন, ‘আক্রান্ত ১৪ ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখন তারা ভালো আছে।’

ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য, ‘করোনায় আক্রান্তদের আমরা আইসোলেশনে রেখেছি। তাদের দেখাশোনা করা হচ্ছে। সেই সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, সেখানে স্কুল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com