শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে হোলি উপলক্ষে শোভাযাত্রা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রতিবারের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে হোলি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।২ মার্চ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। সকালে প্রথম প্রহরে হোমযজ্ঞ দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে পূজা অর্চনা ও আরতি দিয়ে প্রথম প্রহর সমাপ্তি হয়। দুপুরে দ্বিতীয় প্রহরে মন্দির প্রাঙ্গনে আবির ও নানা রঙ দিয়ে রং খেলায় অংশগ্রহন করেন হিন্দু সম্প্রাদায়ের ভক্ত বৃন্দরা। পরে মন্দির প্রাঙ্গন থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, এ্যাড ইন্দ্র নাথ রায়, ডাঃ জগদিশ রায়, ডাঃ শুকদেব দাস, নারায়ন দাস, সরজিৎ কুমার ভৌমিক, একুশে পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি বিকাশ রায় চৌধুরী, চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক সহ আরও অনেক ভক্ত বৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রান্ত দাস অনুপ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুরাধা ও সঞ্জয় রায়। শোভাযাত্রা শেষে সকল ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com