বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পিপিই দিলেন জেলা যুবলীগ সভাপতি

ঠাকুরগাঁও প্রতিনিধি::

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মাঝে নিজ অর্থায়নে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল।

শনিবার (৯ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের গোধূলী বাজারে তার নিজ চেম্বারে সাংবাদিকদের হাতে এ পিপিই তুলে দেন তিনি।

এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, ডেইলী স্টার প্রতিনিধি কামরুল ইসলাম রুবাইয়েত, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টিভি প্রতিনিধি বিধান চন্দ্র দাস, সময় টেলিভিশন প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি জয় মহন্ত অলক, এটিএন নিউজের ফিরোজ আমিন সরকার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, চ্যানেল২৪ প্রতিনিধি ফাতেমা তু সগুরা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি আ:লতিফ লিটু, বিটিভি প্রতিনিধি মাসুদ রানা পলকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পিপিই প্রদানকালে জেলা যুবলীগ সভাপতি আপেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে জেলায় কর্মরত সাংবাদিক ভাইয়েরা। বিষয়টি চিন্তা করে তাদের মাঝে আজ কিছু সংখ্যক পিপিই প্রদান করা হলো। পর্যায়ক্রমে সাংবাদিকদের মাঝে আরও পিপিই প্রদান হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com