শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক হলরুমে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক শফিকুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার, সহ-উপ পরিদর্শক এনামুল হক, সিপাই সাইফুল আলম, জিয়াউল হক, সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, জয় মহন্ত অলক, তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন প্রমূখ।

আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের মাধ্যমে ১ বছরে কতগুলো অভিযান পরিচালনা করা হয়ছে, মাদকদ্রব্য জব্দ করা হয়েছে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে তাদের কাজগুলো তুলে ধরা হয়। এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com