শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মানববন্ধন কর্মসুচিতে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা বের হয়ে রাস্তায় মানববন্ধন কর্মসুচি পালন করতে চাইলে এ ঘটনা ঘটে।
এসময় দলীয় কার্যালয়ের সামনেই ব্যানার নিয়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে র্দীর্ঘ সময় ধরে ধস্তাধস্তি হয়। পুলিশ ব্যানার কেরে নিলে কার্যালয়ের সামনেই কর্মসুচি পালন করতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এর প্রতিবাদে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ইটপাটকেপেল নিক্ষেপ করে। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে সেখান থেকে কর্মীরা সড়ে যায়।