শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দীপ্ত টিভির আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ও গণসংবর্ধনা

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল টিমকে গণসংবর্ধনা প্রদান ও প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি ও দীপ্ত মহিলা একাদশ।

২ মার্চ শুক্রবার দীপ্ত টিভির আয়োজনে সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিতে¦ বক্তব্য রাখেন কক্সবাজার ও উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হান ইসলাম, রানীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল টিমের পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক ফারুক হোসেন, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল হক হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা চৌধুরী, কোচ জয়নুল হক, সুগা মুর্মু, খোরশেদ আলম, দীপ্ত টিভির জেলা প্রতিনিথি শামসুজ্জুহা প্রমুখ।

খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন কিশোর ও মনসুর। অনুষ্ঠাটি সঞ্চালন করেন ইকো পাঠশালা শিক্ষক মাহমুদ টিটু।
খেলা শেষে বিজয়ী ও বিজীত উভয় দলকে ট্রফি প্রদান করা হয়।
শেষে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল টিমকে দীপ্ত টিভি ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
প্রীতি ম্যাচে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল টিম ৫-০ গোলে দীপ্ত একাদশকে পরাজিত করে। খেলা চলাকালীন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঢল নামে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com