বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছেন। নিহতরা জেলা জজ আদালতের জারিকারক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে একজনের ৬০ ও অন্যজনের বয়স ৪০ বলে জানা গেছে।

আজ সোমবার (১১ জানুয়ারী) সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষ্মা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষ্মা রেলক্রসিং ছেড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com