শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ কর্মীদের হামলায় অনার্স পড়ুয়া ৬ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় পুলিশও তাদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার রাত ৮টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আহতরা হলেন- হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের অধিভুক্ত কলেজ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সিএসই ডিপার্টম্যান্টের লেভেল-৪ এর ১ম সেমিষ্টার ছাত্র ফরহাদ, বিবিএ ডিপার্টম্যান্টের লেভেল-৪ এর ২য় সেমিষ্টার ছাত্র রাসেল, বিবিএ ডিপার্টম্যান্টের লেভেল-৪ এর ১ম সেমিষ্টার ছাত্র হাসান, এগ্রিকালচার ডিপার্টম্যান্টের লেভেল-৩ এর ২য় সেমিষ্টার এর ছাত্র নয়ন ও আসাদ এবং সিএসই ডিপার্টম্যান্টের লেভেল-৩ এর ২য় সেমিষ্টার ছাত্র সুফিয়ান।
আহত ছাত্র হাসান জানান, দুপুরে কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলাকালে দুওসুও ইউনিয়নের ইউপি সদস্য এহেসান আলীর ছেলে আসাদুজ্জামান আসাদসহ ছাত্রলীগের কয়েকজন নেতা পরিচয় দিয়ে কলেজে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে। এ সময় কলেজের প্রভাষকেরা তাদের কলেজ থেকে চলে যেতে বলে।
আহত ছাত্র সুফিয়ান জানান, অনুষ্ঠান শেষে আমরা নিজ নিজ ছাত্রবাসে ফেরার সময় ডাঙ্গী বাজার হতে আসাদ সহ ১৪/১৫ জন আমাদের পিছু ধাওয়া করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসার পর আমাদের চলার গতিরোধ করে মারপিট শুরু করে। আমরা তাদের বাধা দিতে গেলে আসাদ বালিয়াডাঙ্গী থানা পুলিশকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ঘটনাস্থলে আসতে বলে।
পুলিশ ঘটনাস্থলে এসেই কাউকে কোন কিছু জিজ্ঞাসা না করে হাতে থাকা লাঠি দিয়ে আমাদের মারপিট শুরু করলে আমরা পুলিশ ও ছাত্রলীগ নেতাদের হাতে গুরুতর আহত হই। এ সময় স্থানীয় লোকজন কলেজ কর্তৃপক্ষকে খবর দিলে ওই কলেজের প্রভাষক আব্দুল আওয়াল, মামুন কায়সারসহ আরও কয়েকজন প্রভাষক ঘটনাস্থল হতে শিক্ষার্থীদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা জানান, আসাদুজ্জামান আসাদ নামে আমাদের কোন ছাত্রলীগ কর্মী নেই। ছাত্রলীগ নেতার নাম ভাঙ্গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে মাত্র। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে বালিয়াডাঙ্গী থানার এসআই আজিজ জানান, মারপিটের সময় ছাত্রলীগ নেতাদের আঘাতে আমিও আহত হয়েছি। সে সময় আমার সাথে থাকা পুলিশ সদস্য লিয়াকত আলী ড্রেনে পড়ে যায়।
এ বিষয়ে শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রস্তুতি চলছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান মোবাইলে জানান, মারামারির কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোন শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জে আহত হয়নি।