শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে পুলিশের হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের পৃষ্ঠপোষকতায় এই হেলমেট বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা করা হয়।

এসময় শতাধিক মোটরসাইকেল আরোহীকে ফুলেল শুভেচ্ছা জানান ও হেলমেট পড়িয়ে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ প্রদীপ কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা।

পুলিশ সুপার বলেন, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন। তিনি আরো বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। প্রত্যেক মোটরসাইকেল হেলমেট পরিধান করতে হবে।

হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান আছে ও থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com