বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি:: গুম, গ্রেফতারকৃত সমন্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার দমন পীড়ন বন্ধ, আইন-শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং ছাত্র জনতা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল
বের হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় গোল চত্বর গিয়ে প্রায় দুই ঘন্টা সেখানে অবস্থান করেন। সেখানে বিভিন্ন স্লোগান ও রাস্তায় রঙ দিয়ে সড়ক একে প্রতিবাদ জানায় তারা।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সেখান থেকে শহর চৌরাস্তায় এসে আবার অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে এক ঘন্টা বিক্ষোভ পালন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের অসংখ্য ভাই বোন আন্দোলনে নিহত হয়েছে তাদের বিচারের দাবি ও দোষীরা যাতে কোনভাবেই ছাড় না পায়। বিভিন্ন স্থানে নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছে সেটা কখনোই আশা করা যায় না। আমাদের গায়ে হাত দিলে ভবিষ্যতে আমরা কি শিখবো তাদের কাছে। আবু সাঈদসহ যারা নিহত হয়েছে তাদের হত্যার বিচার করতে হবে। আর যদি এই বিচার গুলো সুষ্ঠ মতো না হয় তাহলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে অভিভাবকরা বলছে সরকার শিক্ষার্থীদের দাবিগুলো ভালোভাবে মেনে নেক। তাহলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে ফিরে যাবে। এভাবে বাচ্চাদের দেখে তারা আর বাড়িতে ঠিকমতো থাকতে পারছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে শুরু করেই পুরো শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় কঠোরভাবে অবস্থান করেন। তবে শিক্ষার্থীদের বাধা না দেয়ায় তারা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের আজকের এই কর্মসূচি সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com