বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ শেষে নারীদের মাঝে সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ শেষে নারীদের মাঝে সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে ব্লক বাটিক ফর এস এমইজ পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এস এমই এফ এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক তাতিপাড়া এলাকায় কারুপণ্য উন্নয়ন সংস্থার হলরুমে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ঠাকুরগাঁও কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক মনজুরুল হক, ঠাকুরগাঁও বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান খান, এস এমই ফাউন্ডেশনের টেইনার রোকসানা পারভীন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি বাবলুর রহমান বাবলুসহ অন্যান্যরা।

অতিথিরা জানান, সকল নারীরা এখন সব বিষয়ে এগিয়েছে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে নারী উদ্যোক্তা হয়ে উঠছে। পিছিয়ে নেই ঠাকুরগাঁওয়ে নারীরাও ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়েছে এই জেলার নারীরা। নারীদের মধ্যে ধৈর্য্য রয়েছে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন যা আসলেই প্রশংসনীয়।

এদিকে প্রশিক্ষণ নিতে আসা নারীরা বলেন, এরকম প্রশিক্ষণের আয়োজন যত বেশি হবে তত বেশি কাজের প্রতি আগ্রহ বাড়বে। নারীরা চায় নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে।

আলোচনা অনুষ্ঠান শেষে ৩০ জন নারী উদ্যোক্তাদের মাঝে আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com