রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টির অধিনায়ক সোহান দলকে ভালো কিছু দিতে চান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ নুরুল হাসান সোহানকে টি- টোয়েন্টি দলের অধিনায়ক করেছে বাংলাদেশ। প্রথম বার জাতীয় দলকে তিনি নেতৃত্ব দেবেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০ ওভারের সিরিজে। নেতৃত্বের গুরুদায়িত্ব বাড়তি চাপ বলে মনে করছেন না সোহান। টি-টোয়েন্টির অধিনায়ক নুরুল হাসান সোহান দলকে ভালো কিছু দিতে চান।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ক্রিকেটাররা ফেরার পরই টি-টোয়েন্টি দলে লেগছে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া। সাকিব আল হাসান এই সফরেও নেই, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ও অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও দেয়া হয়েছে বিশ্রাম। আসন্ন জিম্বাবুইয়ে সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজে অধিনায়কত্বের ভার চেপেছে উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহানের কাঁধে। অভিজ্ঞ ও সিনিয়র কোন ক্রিকেটারকে ছাড়াই এবার চ্যালেঞ্জিং একটা মিশন তারুণ্যনির্ভর দলটির। তবে যে দলের নেতৃত্বভার পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সোহান।

মাহমুদুল্লাহসহ সব সিনিয়র ক্রিকেটারের অধীনে এবং সতীর্থ হয়ে খেলার সুযোগ হয়েছে তার।

২৮ বছরের উইকেটরক্ষক-ব্যাটার এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট, ছয়টি এক দিনের ম্যাচ এবং ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আগামী এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সম্ভবত সাকিব আল হাসানই বাংলাদেশকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেবেন। সোহান জানেন, তাঁকে অস্থায়ী অধিনায়ক করা হয়েছে।

৬ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও, দেশের হয়ে খুব বেশি খেলার সুযোগ হয়নি সোহানের। গত বছর শেষ দিকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত কয়েক বছরে অনেক পরিশ্রম করেছেন। নিজেকে নতুন ভাবে তৈরি করেছেন। এখন ক্রিকেটার হিসাবে অনেক বেশি আত্মবিশ্বাসী নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়ে আগ্রাসী ক্রিকেট খেলতে চান নুরুল।

নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর নুরুল বলেছেন, ‘‘আমার খুব বেশি উত্তেজনা বা রোমাঞ্চ হচ্ছে না। এখন আর আমি আগের মতো অল্পতেই উত্তেজিত বা রোমাঞ্চিত হই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আগেই জানিয়েছিল। প্রথম বার শুনে একটু বিস্মিত হয়েছিলাম। পরে মনে হয়েছে, এটা একটা দায়িত্ব।

আমাকে দায়িত্ব পালন করতে হবে যথাযথ ভাবে।’’ নুরুল হাসান সোহান আরও বলেছেন, ‘‘আগে খুব আবেগপ্রবণ ছিলাম। নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন আর অল্পতেই আবেগপ্রবণ হই না। নিজেকে বদলাতে দু’তিন বছর সময় লেগেছে। মনে হয়েছিল পরিবর্তন দরকার। এখন আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারি। সেটা করতে পেরেই সাফল্য পেয়েছি।’’

আন্তর্জাতিক ক্রিকেটে সোহানের যাত্রাটা নিয়মিত হয়নি দলে আরও দুই উইকেটরক্ষক ব্যাটার মুশফিক-লিটন কুমার দাস থাকাতে। সেই সোহানই এখন টি-টোয়েন্টি অধিনায়ক। সর্বশেষ ১ বছরে এই ফরমেটে ২৪ ম্যাচ খেলেছেন তিনি বাংলাদেশের জার্সিতে। ব্যাট হাতে তেমন ভাল ইনিংস খেলতে না পারলেও এই ফরমেটে এখন তিনি নিয়মিত। এবার অধিনায়ক হিসেবে এবং ব্যাটার হিসেবে জিম্বাবুইয়ে সফরে তার মিশন তাই অনেক চ্যালেঞ্জের। সোহান বলেন, ফলাফল, ভবিষ্যত, অতীত এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। যেটা বললেন, চাপ.. সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। যখন আমি খেলোয়াড় হিসেবে খেলি আমার লক্ষ্য থাকে দল আমার কাছে কি চাইছে সেটা পূরণ করার।

জানিয়ে দিয়েছেন, দলকে আগ্রাসী ক্রিকেট খেলার বার্তাই দেবেন তিনি। নুরুল বলেছেন, ‘‘তুলনা করলে এক দিনের ক্রিকেটের থেকে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা একটু পিছিয়ে রয়েছি। মনে হয় ২০ ওভারের ম্যাচগুলো আমরা আগ্রাসী ভাবে খেললেই ভাল হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখনই ভয়ে ভয়ে খেলার চেষ্টা করেছি তখনই পিছিয়ে পড়েছি। তাই আগ্রাসী এবং সাহসী ক্রিকেট খেলা দরকার।’’ ফলাফল নিয়ে বেশি ভাবতে চান না নুরুল। বাংলাদেশের নতুন টি-২০ অধিনায়ক বলেছেন, ‘‘ফলাফল নিয়ে বেশি ভাবতে চাই না।

আমার কাছে পদ্ধতিটাই বেশি গুরুত্বপূর্ণ। ফল নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে চাই না। সঠিক পদ্ধতি মেনে চলতে পারলে দলের পক্ষে ফলাফল আসা কঠিন হবে না। সকলের ক্রিকেট খেলার আলাদা ধরন রয়েছে। সকলে একই রকম ভাবে আগ্রাসী হতে পারে না। কিন্তু সকলে মিলে আগ্রাসী ক্রিকেট খেলাই যায়। দল থেকে বাদ পড়ার ভয় না পেয়ে সকলে ডাকাবুকো ক্রিকেট খেলুক।’’

টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল পারফরম্যান্সের সুবাদে নুরুল হাসান সোহানকে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন ক্রিকেট কর্তারা। নেতৃত্ব নিয়ে বলেছেন, ‘‘ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট নেতৃত্ব দেওয়ার মধ্যে বড় পার্থক্য আছে বলে আমার মনে হয় না। উভয় ক্ষেত্রেই একটা দল হিসাবে খেলাই থাকে প্রধান লক্ষ্য। আমি নিশ্চিত আমরা জি¤॥^াবোয়ের বিরুদ্ধে একটা দল হিসাবেই খেলব।’’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com