বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

টানা ষষ্ঠবারের মতো পৌর মেয়র দেওয়ান কামাল

নীলফামারী প্রতিনিধিঃ টানা ষষ্ঠবারের মতো নীলফামারী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান কামাল আহমেদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৪৫ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান বুলেট নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১১৩ ভোট।

রোববার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১৯৮৯ সালে প্রথম পৌর মেয়র নির্বাচিত হন কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এরপর থেকে মাঠে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় টানা গত পাঁচবার তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com