শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
দোহার প্রতিনিধি:: টানা তিনদিনের ভারী বৃষ্টিতে ঢাকার দোহারে কার্পেটিং সড়ক ধসে গেছে। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের পরাণ খালী চরকুশাই মৈত্রী সেতু হইতে পুস্প খালী গ্রামের শেষ সীমানা পর্যন্ত সড়কের পাড় ধসে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘সড়কটির পাশে ইছামতি নদী। প্রায় ১ কিলোমিটার সড়ক ইছামতি নদীর পাড় ঘেষে গেছে। ভারী বৃষ্টির পানি সড়ক থেকে নামায় ভেঙ্গে পড়েছে। সড়কটি নির্মাণের পর থেকে বিশেষভাবে দুই পাড়ে এপ্রোচ না দেওয়ায় এমনটা ঝুঁকি পোহাতে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। একসাথে দুটি গাড়ি যাওয়া-আসা করলে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দেখা গেছে, সড়কে থাকা কার্পেটিংসহ ধসে গেছে নদীতে। শুধু এই একটি পয়েন্টে নয়, এই প্রধান সড়কের বেশ কয়েকটি স্থানে এমনটা দেখা গেছে।
জানা গেছে, বাস্তা গ্রামের পরাণ খালী চরকুশাই মৈত্রী সেতু হইতে পুস্প খালী এই সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। স্কুল-কলেজ, হাসপাতালসহ কুসুমহাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের প্রধান সড়ক। এই সড়ক দিয়ে প্রায় ১০ টিরও বেশি গ্রামের মানুষ যাতায়াত করেন। দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।
স্থানীয় স্কুল শিক্ষক হাবিবুর রহমানসহ বেশ কয়েকজনের সাথে কথা হয়। তারা বলেন, সড়কটি নির্মাণের পর থেকে পাড় দিয়ে কোন বেড়িকেট(এপ্রোচ) না দেওয়ায় এমনটা হয়েছে বৃষ্টির পানিতে। টানা বৃষ্টি হলেই এই সড়কটির বিভিন্ন পয়েন্টে এমনটা হয়। বিগতসময়েও পাড় ধসে গাড়ি চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রামবাসীর। তারা আরও বলেন, আমরা চাই এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা হোক।
উপজেলা প্রকৌশলী রাজু আলম প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।