মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি::

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রবিবার (২৮ জুন) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার বনগ্রামের শাকিরুল ইসলাম (২৫), আব্দুল করিম (৩০) ও সোহেল (৩১)।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার পাত ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-২৩৩৯) উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের উপজেলার চরপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উল্টে যায়। এসময় ট্রাকের ওপর থাকা তিন যাত্রী লোহার পাতের নিচে চাপা পড়ে নিহত হন।

এ ঘটনায় আহত আরও দু’জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com