বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় রেল স্টেশনের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com