বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, একুশের কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার ফোর যাত্রা। এই ম্যাচে টস ভাগ্য হেসেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে। টস জিতে বাংলাদেশ নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
লাহোরে তীব্র গরমে নগরজীবন বিপর্যস্ত। তার একটা প্রভাব বাংলাদেশের প্রস্তুতিতেও পড়েছিল, গতকাল মাঠে অনুশীলন করেনি দল। আজ ম্যাচেও পড়ল তার ছাপ। সাকিব জানালেন, টস জিতে যে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, তার পেছনে বড় কারণ তীব্র দাবদাহই। তার কথা, ‘প্রথমে ব্যাট করব আমরা, তীব্র গরম ছাড়া বিশেষ কোনো কারণ নেই। বোর্ডে রান তুলতে পারলে পাকিস্তানকে চাপে রাখতে পারব। আফগানিস্তানের বিপক্ষে আমরা যেভাবে ম্যাচটা খেলেছি, আমরা সেটাই করতে চাই আজ। বিশ্বসেরা দলের বিপক্ষে খেলছি, আমাদের সেরা পারফর্ম্যান্সটাই দিতে হবে। প্রতিপক্ষ কী করতে পারে তা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা তাদের শক্তি এবং দুর্বলতা জানি।’
বাবর জানালেন, এমন উইকেটে টস জিতলে তিনিও নিতেন ব্যাট করার সিদ্ধান্তই। তার কথা, ‘আমরাও ব্যাটিং করতাম। একটু ঘাস আছে এবং আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করব। পেস বিভাগে আমরা খুব ভালো করছি। আমরা এই গরমে অভ্যস্ত কারণ আমরা অনেক ক্রিকেট খেলেছি।’
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।