সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপের ২৪তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হবে নেদারল্যান্ডসকে। আবার ডাচদের বিপক্ষে সতর্কও রয়েছে অজিরা। কেননা চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্কট এডোয়ার্ডসের দল। তাতে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে প্রতিপক্ষকে।

ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। তাতে শতভাগ জয় অজিদের। ২০০৩ বিশ্বকাপে ডাচদের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটিতে বৃষ্টি আইনে ৭৫ রানে জিতেছিল রিকি পন্টিংয়ের দল। ২০০৭ বিশ্বকাপে ২২৯ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

চলতি আসরে হার দিয়ে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ম্যাচটিতে ৬ উইকেটে হারে তারা। নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানের বড় ব্যবধানে হারে। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার পর পাকিস্তানকে হারায় ৬২ রানে।

অন্যদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া নেদারল্যান্ডসের প্রত্যাবর্তন হয় তৃতীয় ম্যাচে। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় ডাচ বাহিনী। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও হার দেখে নেদারল্যান্ডস। এবার অজিদের বিপক্ষে বড় পরীক্ষা দিতে মাঠে নামছে তারা।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com