সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। যার ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজও আগে ব্যাটিং করবে প্রোটিয়ারা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড গড়া রান করে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা রয়েছে ফুরফুরে মেজাজে। অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় অজিরা।
দুদল মুখোমুখি হলেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় দারুণ। এখন পর্যন্ত ১০৮ ওয়ানডেতে ৫০ জয় অস্ট্রেলিয়ার আর ৫৪ জয় দক্ষিণ আফ্রিকার। ২০১৬ থেকে ২০ দেখায় ১৫ বারই জিতেছে প্রোটিয়ারা। বিশ্বকাপে অবশ্য এগিয়ে অজিরা। ৫ দেখায় ৩ জয় তাদের।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।