সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকিব খেলছেন না

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সাকিবের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করছেন সহ-অধিনায়ক শান্ত।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

প্রত্যাশিতভাবেই আজকের একাদশে আছে পরিবর্তন। চোটের কারণে ছিটকে যাওয়া সাকিবের বদলে একাদশে এসেছেন নাসুম আহমেদ। শুধু সাকিব নয়, দলের সেরা বোলার তাসকিন আহমেদও বাদ পড়েছেন। তার বদলে একাদশে এসেছেন হাসান মাহমুদ। দু’জনেরই বিশ্বকাপ অভিষেক হলো আজ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ভারত একাদশ

রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিল পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রবিন্দ্র জাদেযা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com