রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেনে টস জিতে নিয়েছে প্রোটিয়ারা। আর স্বাভাবিকভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক টেম্বা বাভুমার। এমনটাই তো হওয়ার কথা, সংগ্রহ বড় করতে প্রোটিয়াদের থেকে দুর্ধষ আর কে আছে!
বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেনে ফাইনালের ওঠার স্বপ্নে বিভোর উভয় দল। অস্ট্রেলিয়ার জন্য অহরহ হলেও, দক্ষিণ আফ্রিকার সামনে প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি।
টসে জিতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে প্রোটিয়ারা। লুঙ্গি এনগিডি ও ফেলুকাওয়ের পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন তারবেজ শামসি ও মার্কো জানসেন। অজিরাও পরিবর্তন এনেছে একাদশে। ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভেন ডুসেন, হ্যানরিখ ক্লাসেন, এডউইন মার্করাম, ডেভিড মিলার, জানসেন, কেশব মহারাজ, তারবিজ শামসি, লুঙ্গি এনগিডি, কাগিজো রাবাদা।