রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে মুখোমুখি দুই দল। এমন সমীকরণ সামনে নিয়ে টসে জিতে আগে ফিল্ডিং করবে পাকিস্তান।
বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের লড়াই শুরু বেলা ১১টায়। নিউজিল্যান্ড চেষ্টায় আছে জয়ের ধারায় ফিরতে, পাকিস্তান চায় জয়ের ধারা ধরে রাখতে।
আসরে দারুণ শুরুর পর হঠাৎ খেই হারায় নিউজিল্যান্ড। টানা চার ম্যাচে জয়ের পর হেরেছে টানা তিন ম্যাচে। তাতে শঙ্কার মুখে সেমিফাইনাল খেলাও। সাত ম্যাচে আট পয়েন্ট দলটার। বিপরীতে টানা চার ম্যাচে হারের পর বাংলাদেশকে শেষ ম্যাচে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাকিস্তান দল।
নিউজিল্যান্ড ও পাকিস্তান এর আগেও মুখোমুখি হয় ১১৫ ম্যাচে। কিউইদের ৫১ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৬০ ম্যাচে। শেষ ১০ দেখাতেও ৬ থেকে ৪ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল কিউইরা। যা আজও তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
এদিকে নিউজিল্যান্ডের নেতৃত্বে ফিরেছেন কেন উইলিয়ামসন। চোট কাটিয়ে বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন তিনি। তবে চোটের কারণেই একাদশে নেই উইল ইয়ং, জিমি নিশাম ও ম্যাট হেনরি।
পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন, টম লাথাম, ডেভন কনওয়ে, ইশ সোধি, মার্ক চাপম্যান, ডেরিয়েল মিচেল, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস, লুকি ফার্গুনসন।