সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের বাস ভবনের সামনে ময়লার গাড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: ময়লা-আবর্জনা ফেলার জায়গা নির্ধারন নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ময়লা-আবর্জনা ফেলতে না পেরে ৪টি গাড়ি নিয়ে দাড়িয়ে থাকতে দেখা গেছে ডিসির বাসভবনের সামনে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের সামনে ওই গাড়িগুলো ময়লা-আবর্জনাসহ বসে থাকতে দেখা যায়।
দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ময়লা-আবর্জনা ফেলার জায়গা নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রথমে শহরের জিমখানা এলাকায় ময়লা-আবর্জনা ফেলত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এরপর শহর থেকে বাহিরে জাতীয় স্টেডিয়াম খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লা ফেলত প্রতিষ্ঠানটি। কিন্তু সেখানে নাসিম ওসমান পার্ক (নম পার্ক) নামের একটি বিনোদন স্পট হওয়ায় সেখানে ময়লা ফেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নাসিক ময়লা ফেলতে শুরু করে জালকুড়ি এলাকায়। কিন্তু সেখানে ময়লা-আবর্জনা ফেলতে গিয়েও বাঁধার সমক্ষিন হয় নাসিক। বর্তমানে নাসিক ময়লা ফেলছে শহরের জামতলার ওসমানি স্টেডিয়ামের পাশে। এভাবে নাসিকের অপরিকল্পিতভাবে যেখানে সেখানে ময়লা ফেলায় নষ্ট হচ্ছে নগরীর পরিবেশ। সেই সাথে প্রশ্নবিদ্ধ হচ্ছে নাসিকের কর্মপরিকল্পনা নিয়েও।
এ ব্যপারে জেলা প্রশাসক রাব্বি মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
নগরবিদদের মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার জন্য এখনই প্রয়োজন স্থায়ী জায়গা নির্ধারন করা। ময়লা ফেলার সমস্যার স্থায়ী সমাধান না হলে প্রশ্নবিদ্ধ হতে পারে নাসিক। শুধু প্রশ্নবিদ্ধ নয় ময়লা-আবর্জনার দূর্গন্ধে শহরের পরিবেশ বিনষ্ট হতে পারে।
অবশেষে নানা নাটকীয়তার পর প্রশাসনের নিরবতায় শুক্রবার সকাল থেকে পূর্বের জায়গায় অর্থাৎ জালকুড়িতেই ময়লা-আবর্জনা ফেলতে শুরু করেছে নাসিক। কিন্তু এই সমাধান কী স্থায়ী, মোটেও নয় এরপরেও ময়লা ফেলা বন্ধ হতে পারে। তাই স্থায়ী সমাধান চায় নারায়ণগঞ্জবাসী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com