বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
মো. সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ।।
জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে আবারো শ্রেষ্ঠ পুলিশ অফিসারের সম্মাননা লাভ করেছেন মধুখালী থানার এসআই সৈয়দ তোফাজ্জেল হোসেন। জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম (পিপিএম বার)। এর আগেও সৈয়দ তোফাজ্জেল হোসেন জেলার শ্রেষ্ঠ এসআই এর সম্মাননা লাভ করেন। জানা গেছে, একজন চৌকস ও মানবিক পুলিশ অফিসার হিসেবে সুনাম কুড়িয়েছেন মধুখালী থানার এসআই সৈয়দ তোফাজ্জেল হোসেন।
থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ী উদ্ধারে সহায়তা, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি রোধসহ অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তিনি।
এবিষয়ে জেলার শ্রেষ্ঠ এসআই এর সম্মাননা লাভকারী সৈয়দ তোফাজ্জেল হোসেন বলেন, ফরিদপুর জেলার সুযোগ্য এসপি মোহাম্মদ মোরশেদ আলম ও সার্কেল অফিসার মিজানুর রহমান সহ মধুখালী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেনের নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। আমাকে কাজের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা দেয়ায় আমি আনন্দিত। আগামীতে আরো বলিষ্ঠভাবে দ্বায়িত্ব পালনে আমার আগ্রহ আরো বেড়ে গেলো।