বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

জুলাই হত্যাকাণ্ড: পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:: রাজধানী যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ-উজ্জামানকে জামিন দেন। এই জামিন নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ের সামনে আন্দোলন হয়। আন্দোলনে ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের ওপর হামলাকারী জামিনপ্রাপ্ত যাত্রবাড়ী থানার এসআই সাজ্জাদকে গ্রেপ্তারসহ বেশকিছু দাবি জানায় জুলাই শহীদ পরিবার ও আহতরা। মঙ্গলবার সচিবালয়ের সামনে শহীদ ইমামের ভাই রবিউল আউয়াল এসব দাবি উত্থাপন করেন।

এ বিষয়ে গতকাল এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছেন। তবে এ জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com