রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

জুনিয়র এনটিআরের সিনেমায় প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক:: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল তাকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘এনটিআর৩১’ শিরোনামে সিনেমা। গুঞ্জন উড়ছে, এ সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘জুনিয়র এনটিআরের সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৪ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। প্রিয়াঙ্কা তার ক্যারিয়ারে অনেক অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। প্রশান্ত নীলের সিনেমাতেও প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। ’

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রশান্ত নীলের চলচ্চিত্রটি অ্যাকশন ও বিনোদন ঘরানার। এর গল্পটি গড়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্তকে কেন্দ্র করে। প্রশান্ত নীলের জন্মদিনের (৪ জুন) কয়েকদিন পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রযোজকদের আলোচনার খবর বাইরে আসে। তবে চলচ্চিত্র নির্মাতারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি। এ সিনেমার সাফল্যের ঝুলিতে জমা পড়েছে অস্কার পুরস্কার।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com