বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

জীবদ্দশায় হাসিনার পতন দেখে যেতে পেরেছি—আসম রব

জীবদ্দশায় হাসিনার পতন দেখে যেতে পেরেছি---আসম রব

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতন না দেখে যেন আমার মৃত্যু না হয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ৫ আগস্টে-এ জালিম চলে গেছে, জুলুম রয়ে গেছে। স্বৈরাচারি কাজ বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ঘুষ-দুর্নীতি, অত্যাচার বন্ধ হয়নি। এসব দুর করতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেটা ছিনতাই হয়ে গেছে। যতদিন পর্যন্ত শতভাগ মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে।

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেএসডি সভাপতি, স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী আসম আবদুর রব।

উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে আসম আবদুর বর এর বাস ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে আসম আবদুর রব আরো বলেন, আমি আমার পরিবারের জন্য রাজনীতি করিনি, রাজনীতি করেছি গরীব, শ্রমিক মেহনতি গণ মানুষের মানুষের জন্য। অনেকে বলেন নির্বাচন তো চাই, নির্বাচন তো দিবে। নির্বাচিত সরকার তো ছিল, কিন্তু যারা মারা গেছে তাদের কি হবে? স্বৈরাচারের শেকড় মাটি থেকে স্বমূলে উচ্ছেদ করার জন্য আবার আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

তিনি বলেন, ডক্টর ইউনুস কি সংষ্কার করবে, নাকি সন্ত্রাসীদের যে লেজ রেখে গেছে, তারা যে টাকা পাচার করছে সেগুলো সমাধান করবে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেখানে হাত দিবেন দেখবেন কিছু নাই। সব লুটপাট করে নিয়ে গেছে। সব কিছু নতুন করে শুরু করতে হবে। আমি ছোট ছোট বাচ্ছাদের ধন্যবাদ জানাই, আমরা লক্ষ লক্ষ লোকে যেটা পারিনি, তারা সেটা কোন গুলি অস্ত্র না ছুটে সে বিজয় অর্জন করেছে। তিনি আরো বলেন, আজকে কোন এমপি মন্ত্রী বাড়িতে নেই, কারন তারা চুরি করেছে। আমরা বাড়িতে আছি, আমরা চুরি করিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জেএসডি’র সাংগঠনিক সম্পাদক ও কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবি আবদুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, বড়খেরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্যাহ আল নোমান, উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, জেএসডি (ছাত্রলীগ) এর আহবায়ক আসিফুল ইসলাম রিয়াজসহ অঙ্গ সংগঠনের প্রমুখ।

ইফতার আয়োজনে অংশ নিয়েছেন উপজেলার গণমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র সংগঠন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com