রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

‘জি লে জারা’ থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: গত ২০২১ সালে ‘জি লে জারা’ ছবির ঘোষণা করেছিলেন ফারহান আখতার। তিন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে এই ছবি তৈরির কথা ছিল। এবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পর ক্যাটরিনাও এই ছবি থেকে সরে দাঁড়ালেন।

‘জি লে জারা’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে আছে। বলিউডে ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ছবি থাকলেও মেয়েদের নিয়ে কোনও রোড ট্রিপ বা বন্ধুত্ব উদযাপনের ছবি সেই অর্থে নেই। ফলে অনেকেই মুখিয়ে আছেন এই ছবির জন্য।

কিন্তু বলিউডের অন্দরের খবর অনুযায়ী তারিখ নিয়ে সমস্যা হওয়ায় ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল এই প্রজেক্ট থেকে সরার খবর প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে ক্যাটরিনা কাইফও নাকি এই ছবি ছেড়ে বেড়িয়ে গিয়েছেন। তিনিও আর এই ছবির অংশ থাকছেন না।

প্রিয়াঙ্কার হাতে এখন হলিউডের একাধিক কাজ রয়েছে। সেই সব প্রজেক্ট নিয়েই তিনি চরম ব্যস্ত। তাই ২০২৩ সালে তিনি শুটিংয়ের জন্য কোনও সময় দিতে পারবেন না। তাই, তিনি ফারহানকে ২০২৪ সালে এই ছবির শুটিং করার অনুরোধ করেন।

ফারহান এই প্রস্তাবে রাজি হলেও আলিয়ার সেক্ষেত্রে ডেট নিয়ে সমস্যা দেখা দেয়। আগামী বছর আলিয়ার হাতে দুটো বড় প্রজেক্ট আছে। একদিকে তিনি ২০২৪ সালে রামায়ণের শুটিং করবেন। অন্যদিকে ‘বাইজু বাওরা’র। ফলে সেক্ষেত্রে তাঁর দিন বের করা মুশকিল হয়ে যাবে। তাই এই নানা সমস্যার জন্য ফারহান ঠিক করেন তিনি ততদিন অপেক্ষা করবেন যতক্ষণ না তিনি সবাইকে একসঙ্গে পাচ্ছেন।

তাই এই ছবির নির্মাতারা আপাতত প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনার জায়গায় এই ছবিতে আনুষ্কা শর্মা এবং কিয়ারা আডবানিকে নেওয়ার কথা ভাবছেন। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।

প্রসঙ্গত, যখন ফারহান প্রথম এই প্রজেক্টের কথা ঘোষণা করেন তখন অনেকেই ভেবেছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ফের কোনও ছবি আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com