রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥  প্রথম ম্যাচে আশা জাগিয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। আজ মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুইয়ে ১০ রানের জয়ে এই অবিস্মরণীয় সাফল্য পায়।

তৃতীয় ম্যাচের প্রথমার্ধে দারুণ পারফর্মেন্সের পর ব্যাট হাতে দ্বিতীয়ার্ধে চরম ব্যর্থতা! এভাবেই শেষ হলো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। এতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে রান তাড়ায় নেমে লিটন দাস ছিলেন মারমুখী মেজাজে। প্রথম ওভারেই হাঁকান বাউন্ডারি। ভিক্টর নিয়াউচির করা দ্বিতীয় ওভারটাও তিনি বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন।

৩০ বলে ৩৯ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহর বিদায়ে। নিয়াউচির বলে সাজঘরে ফেরেন লিটন (৬ বলে ১৩), ইমন (২)। এরপর দ্রুতই আউট হয়েছেন এনামুল হক বিজয় (১৩ বলে ১৪) ও নাজমুল হোসেন শান্ত (২০ বলে ১৬)। ৪ উইকেটে ৬০ রানের পর মাহমুদুল্লাহ ও আফিফ হোসেন ধ্রুব দারুণভাবে এগিয়ে নিয়েছেন পঞ্চম উইকেটে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়ে। কিন্তু তারা রানের গতি বাড়াতে না পারাতে চাপ বেড়েছে। সেই চাপে মাহমুদুল্লাহ ২৭ বলে ১ চারে ২৭ রান করে এবং মোসাদ্দেক (০) প্রথম বলেই সাজঘরে ফিরলে আরও বিপদে পড়ে বাংলাদেশ। আফিফ ও মেহেদি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছেন।

কিন্তু মেহেদি ১৭ বলে ২ চার, ১ ছয়ে ২২ রানে বিদায় নেয়ার পর শেষ ২ ওভারে আর ২৬ রান তুলতে পারেনি বাংলাদেশ। আফিফ ২৭ বলে ৩ চারে ৩৯ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ হেরে যায় ১০ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ২৯ রানে ৩ উইকেট নেন নিয়াউচি। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট পান ইভান্স।

শেষ দুই ওভারে অবশ্য হাসান মাহমুদ ও মুস্তাফিজ যথাক্রমে ৪ ও ৬ রান দেন। ১৯তম ওভারে জোড়া উইকেট নেন হাসান, ফিরে যান বার্ল ও জংউই। বার্ল ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকিয়ে ২৮ বলে ২ চার, ৬ ছয়ে ৫৪ এবং জংউই ২০ বলে ৪ চার, ২ ছক্কায় ক্যারিয়ারসেরা ৩৫ রান করেন। ২ ওভারে ৪০ রান দেন নাসুম। তবে বাকিরা বেশ ভালই বোলিং করেছেন। শেখ মেহেদি ৪ ওভারে ১ মেডেনে ২৮ রানে এবং হাসান ৪ ওভারে ২৮ রানে ২টি করে উইকেট নিয়েছেন। মুস্তাফিজ ও মোসাদ্দেক ৪ ওভারে ২২ রান করে দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। সেই সমীকরণ আর মেলানো সম্ভব হয়নি। ওই ওভারে কোনো বাউন্ডারিই মারতে পারেনি বাংলাদেশ। উল্টো লুকি জঙ্গুইয়ের বলে আউট হন হাসান মাহমুদ (৩)। শেষ বলে প্রয়োজন ছিল ১৩ রানের। বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৪৬ রান তুলে। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। ভিক্টর নিয়াউচি ২৯ রানে নেন ৩ উইকেট। ব্র্যাড ইভান্স ২ উইকেট নিয়েছেন ২৬ রানে।

এর আগে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৬ রান তোলে জিম্বাবুয়ে। ২৯ রানের ওপেনিং জুটির পর তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৬৭ রানে নেই হয়ে যায় ৬ উইকেট। এরপরেই ব্যাট হাতে ঝলসে ওঠেন রায়ান বার্ল। নাসুমের এক ওভারে পাঁচ ছক্কা এক চারে নেন ৩৪ রান। ২৪ বলে করেন ফিফটি। শেষ ওভারে আউট হওয়ার আগে তার সংগ্রহ ২৮ বলে ২ চার ৬ ছক্কায় ৫৪ রান। তার ৩১ বলে ৭৯ রানের সপ্তম উইকেট জুটি গড়া লুক জঙ্গুই ২০ বলে ৪ চার ২ ছক্কায় ৩৫ রান করেন। মেহেদি হাসান এবং হাসান মাহমুদ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া বাকি চার বোলার নেন ১টি করে।

স্কোর : জিম্বাবুইয়ে ইনিংস- ১৫৬/৮; ২০ ওভার (বার্ল ৫৪, জংউই ৩৫, আরভিন ২৪; হাসান ২/২৮, মেহেদি ২/২৮)।

বাংলাদেশ ইনিংস-১৪৬/৮; ২০ ওভার (আফিফ ৩৯*, মাহমুদুল্লাহ ২৭, মেহেদি ২২; নিয়াউচি ৩/২৯, মেহেদি ২/২৬)।ফল : জিম্বাবুইয়ে ১০ রানে জয়ী।
ম্যাচসেরা : রায়ান বার্ল (জিম্বাবুইয়ে)।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুইয়ে ২-১ ব্যবধানে জয়ী।
সিরিজসেরা : সিকান্দার রাজা (জিম্বাবুইয়ে)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com