মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি:: জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে ১ মণ ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের আতিকুর রহমান শিপন (২৬) এবং একই এলাকার কামরুজ্জামান পিয়াস (২৫)। বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল দুপুরে মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাস্ট আলহাজ্ব এম এ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৭ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। দুই জনের বিরুদ্ধে মেলান্দাহ থানায় মামলা করা হয়েছে।