রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

জাবিতে বিজয়ী স্বতন্ত্র প্যানেলের ভিপি জিতু, ছাত্রলীগে ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে সরে দাঁড়ান

বিশ্ববিদ্যালয় ডেস্ক ॥
অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ৪০ ঘণ্টারও বেশি সময় পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এই ফল ঘোষণা করেন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন।

জাকসুর নবনির্বাচিত ভিপি *আব্দুর রশিদ জিতু* একসময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকলেও জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্রজনতার পক্ষে অবস্থান নেন। এর ফলে তিনি নিজের সংগঠনের হামলার শিকার হন এবং বিবেকের তাড়নায় ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান। ফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থে এবং দেশের স্বার্থে তিনি বিদ্রোহ করে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে *‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’* প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাকসু নির্বাচনে বিজয়ী হয়ে জিতু বলেন, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির কারণে শিক্ষার্থীদের একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। তিনি একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ভোটের ফল ঘোষণার সময় এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। নবনির্বাচিত জিএস মাজহারুল, যিনি শিবির প্যানেলের প্রার্থী ছিলেন, তিনি ভিপি জিতুকে বুকে টেনে নেন। এই দৃশ্য দেখে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা করতালি দিয়ে তাদের আবেগ ও সংহতিকে স্বাগত জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে টানা ভোট গণনার পর দুই দফায় সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com