রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বৃহস্পতিবার ২৮ জুলাই ‘ন্যাশনাল ইয়ুথ র্যাঙ্কিং টুর্নামেন্ট-৩’ টঙ্গির আরচারি ট্রেনিং সেন্টার, শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এটি ২০২২ সালের ‘ইয়ুথ ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট’।
অনুর্ধ-২১ (জুনিয়র) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে বালকদের মধ্যে সাগর ইসলাম (বিকেএসপি) ৬-৪ সেটে আব্দুর রহমান আলিফকে (বিকেএসপি), কম্পাউন্ড ইভেন্টে বালকদের মধ্যে রাদিন বিন তালেব (বিকেএসপি) ১৪৩-১৪১ স্কোরে হিমু বাছাড়কে (বিকেএসপি), বালিকাদের মধ্যে পুষ্পিতা জামান (বিকেএসপি) ১৩৯-১৩১ স্কোরে লামিয়া ইসলামকে (বাংলাদেশ আনসার); অনুর্ধ-১৮ (ক্যাডেট) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে বালকদের মধ্যে হৃদয় আহমেদ (বিকেএসপি) ৭-১ সেটে রাকিব মিয়াকে (বিকেএসপি), বালিকাদের মধ্যে উম্যা চিং মারমা (বিকেএসপি) ৬-৪ সেটে ফামিদা সুলতানা নিশাকে (বিকেএসপি); কম্পাউন্ড বালকদের মধ্যে আল শাহরিয়ার জয় (বিকেএসপি) ১৩৬-১৩২ স্কোরে শেখ আশরাফুল ইসলামকে (বিকেএসপি), বালিকাদের মধ্যে ঊর্মি খাতুন (বিকেএসপি) ১৩৭-১০০ স্কোরে উম্মে হাবিবা অনন্যাকে (বিকেএসপি); অনুর্ধ-১৫ (ইয়ং স্টার) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে বালকদের মধ্যে আতিক আহনাফ অরিদ (বিকেএসপি) ৬-৪ সেটে আশিক ইসলামকে (বিকেএসপি) এবং বালিকাদের মধ্যে আমেনা পারভীন তিশা (বিকেএসপি) ৬-৫ সেটে সুমাইয়া সুলতানা বীথিকে (বিকেএসপি) হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।