মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ

বিনোদন প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের মেইন ভোকাল সংগীতশিল্পী ও সুরকার শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়েছে।

শাফিন আহমেদের বড় ভাই মাইলস ব্যান্ডের আরেক সদস্য হামিন আহমেদ গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শাফিন আহমেদ। দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে এই রকস্টারের বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তিনি ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন এই শিল্পী। এছাড়া বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।

প্রয়াত এই গায়কের মা সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন, আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।

সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন শাফিন আহমেদ। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে যুক্ত হন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে। দুটি দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com