সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর রামপুরার একটি বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। অন্তত চারদিন আগে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, রামপুরার ওই বাসাটিতে ভাড়া থাকতেন সংগীতশিল্পী মনি কিশোর। এদিন বাড়িওয়ালা বাসাভাড়া নিতে গেলে মনি কিশোরের ফ্ল্যাটের ভেতর থেকে লক করা দেখতে পান। পরবর্তীতে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আমরা বিষয়টি জানতে পারি। এরপর সেখানে গেলে বাড়িটির অন্যান্যদের সাহায্যে দরজা ভেঙে মনি কিশোরের পচা-গলা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মাঝে মারা গেছেন তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে বলে জানান রামপুরা থানার ওসি।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন।

তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার নিজের লেখা আর সুরে সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার’। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com