মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু কালাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু কালাম ঝিলংজা হাজীপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের প্রতিবেশী তারেক আরমান জানান, কালাম একজন জুতা ব্যবসায়ী। রাত ৯টার দিকে বাজার করে টমটমযোগে বাজারঘাটায় যাচ্ছিলেন ওষুধের জন্য। ওই সময় বাস টার্মিনালের নারকেল বাগান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পথচারীরা এগিয়ে আসলে নগদ টাকা নিয়ে পালিয়ে তারা। কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, একজন ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ হাসপাতালে আছে। ছুরিকাঘাত নাকি অন্য কিছুতে মৃত্যু হয়েছে, এ বিষয়ে অনুসন্ধান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com