শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনায় নবাবগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনায় নবাবগঞ্জে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি:: সরকার কর্তৃক আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তেব খবরে ঢাকার নবাবগঞ্জে আনন্দ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে দোহার নবাবগঞ্জ সরকারী কলেজ বটতলা হতে মিছিলটি বের হয়ে বাগমারা পুরাতন কোর্ট ভবন পর্যন্ত যায়। এরপর শহীদ মিনারে ফিরে পথসভা করে।

দুপুর সাড়ে ১২ টায় নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে ছাত্রলীগের বিগত দিনের স্বৈারচারী কর্মকান্ডের বিষয় তুলে ধরে বক্তারা বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলকারী, ধর্ষণ ও খুন গুমের সংগঠন। তাঁদের রাজনীতি করার কোনো অধিকার নেই ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশে।

তাঁরা আরো বলেন, যারা কলেজ বিশবিদ্যালয়ের হলে হলে দখল ও মেয়েদের সম্ভ্রমহানি করে। তাঁরা এই দেশে রাহজনীতি করার অধিকার রাখে না। তাঁদের হাতে নারী পুরুষ কেউ নিরাপদ নয়। তাই অর্ন্তবর্তী সরকার ছাত্রলীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তাঁদের সাধুবাদ জানাই। এসময় ছাত্রদল নেতারা আরো বলেন, এটা ভবিষ্যতে দেশে অন্য ছাত্র সংগঠনের জন্য একটা শিক্ষা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল সহসভাপতি মো. ইফতি সজল, মোজাহিদ খান, শফিকুল ইসলাম নিরব, কলেজ শাখা সভাপতি মেহেদী হাসান তপু কাজী, সুমন আহমেদ, আওয়াল হোসেন, সোহেল মাহমুদ, রায়হানুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com