রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

চলে গেলেন লালনগীতি সম্রাজ্ঞী ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক ॥
বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে ভেন্টিলেশনে রাখা হয়। এর আগেও চলতি বছরের জুলাই মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন।

সংক্ষিপ্ত জীবন ও কর্ম
লালনগীতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন ফরিদা পারভীন। তাঁর জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানার শাওল গ্রামে। তবে তাঁর বেড়ে ওঠা কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাওয়া শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। লালনসংগীতে তাঁর হাতেখড়ি সাধক মোকসেদ আলী শাহের কাছে।

সংগীতের জগতে বিশেষ অবদানের জন্য তিনি নানা সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে *একুশে পদক। এছাড়াও, ১৯৯৩ সালে তিনি সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে **জাতীয় চলচ্চিত্র পুরস্কার* পান। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে তিনি *‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’* পুরস্কারে ভূষিত হন। শিশুদের লালনসংগীত শেখানোর জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন *‘অচিন পাখি স্কুল’*।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com