বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

চলতি বছরেই প্রেমিকার সঙ্গে হৃতিকের বিয়ে!

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বলিউড অভিনেতা হৃতিক রোশান ৪৯ বছর বয়সে পা রাখলেন। তাই বিশেষ এই দিনে জানা গেলো, প্রেমিকা সাবা আজাদকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা।

হৃতিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এরই মধ্যে দীপিকা পাড়ুকোনোর সঙ্গে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এ সিনেমা সংশ্লিষ্ট একজন বলিউড লাইফ ডটকমকে বলেন, ‘হৃতিক-সাবার মাঝে দারুণ সম্পর্ক। তারা সম্পর্কটিকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এতে তাদের পরিবারও খুশি। তা ছাড়া হৃতিকের দুই ছেলের সঙ্গে সাবার সম্পর্কও ভালো। সম্প্রতি দুই পুত্র ও সাবাকে নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হৃতিক।’

বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে সূত্রটি বলেন, ‘বিয়ের বিষয়েও তারা পরিকল্পনা করেছেন। তবে এ জুটির কোনো তাড়া নেই। আপাতত দুজনের হাতেই বেশ কিছু কাজ রয়েছে; যা শেষ করে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা রয়েছে। কারণ বিয়ের পর লম্বা ছুটি কাটাতে চান এই যুগল।’

কয়েক মাস আগে খবর চাউর হয়েছিল, শত কোটি রুপি মূল্যে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই বাড়িতে প্রেমিকাকে নিয়ে সংসার শুরু করবেন।

এর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে একসঙ্গে দুই ছেলের দেখভাল করেন তারা।

জানা যায়, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃতিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারা।

সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com