রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান মারা গেছেন

বিনোদন ডেস্ক:: বিখ্যাত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান (৮১) চলে গেলেন না ফেরার দেশে। সোমবার রাত সাড়ে ১১টায় কানাডার একটি হাসপাতালে তিনি মারা যান।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্র দিয়ে ১৯৫৮ সালে পরিচালক এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। পরবর্তীতে তিনিও সফল নির্মাতা হিসেবে খ্যাতি লাভ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। ১৯৬৭ সালে এটি মুক্তি পায়।

আজিজুর রহমানের সিনেমার সংখ্যা ৫৪। যার মধ্যে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com