সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ রবিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাতেœ। রবিবার সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিন সকালের সেশনে দারুণ কেটেছে স্বাগতিক বাংলাদেশের।
তরুণ এ অফস্পিনার মেহেদি হাসান মিরাজের ইনজুরিতে সৌভাগ্যক্রমে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে জোড়া আঘাত হানেন দ্রুত। অভিজ্ঞ ব্যাটার এ্যাঞ্জেলো ম্যাথিউজের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি স্বস্তিতেই কাটালো শ্রীলঙ্কা ক্রিকেট দল। দিনের নির্ধারিত ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে সফরকারীরা। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাথিউজ, কুশল মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ফিফটি।
সাগরিকা টেস্টের উইকেট হবে ব্যাটিং বান্ধব, বোলারদের সফল হওয়ার জন্য করতে হবে কঠোর পরিশ্রম। দিনের প্রথম ও শেষ- দুই সেশনেই দুইটি করে উইকেট নিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম সেশনের পর আসলে সে অর্থে দাপট দেখাতে পারেননি সাকিব আল হাসান, নাইম হাসান, তাইজুল ইসলামরা। প্রথম সেশনে ২ উইকেটে ৭৩, দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ৮৫ ও শেষ সেশনে ২ উইকেটে ১০০ রান করেছে শ্রীলঙ্কা।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাতেœ (৯) বড় কিছু করতে না পারলেও, কুশল ১৩১ বলে ৩ চারে ৫৪ রানে সাজঘরে ফেরেন। ৯২ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙ্গে যায়। প্রায় সোয়া এক ঘণ্টা পর আবার বোলিংয়ে ফেরেন সাকিব ইনিংসের ৬৬তম ওভারে। সাফল্য পান তখনই, ফিরিয়ে দেন ধনঞ্জয়া ডি সিলভাকে (৬)।
কিন্তু আর বাংলাদেশী বোলারদের সুযোগ দেননি ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। ক্যারিয়ারের ১২তম শতক পান ম্যাথুস এবং অপরাজিত থাকেন ২১৩ বলে ১৪ চার, ১ ছয়ে ১১৪ রানে। চান্দিমাল ৭৭ বলে ২ ছক্কায় ৩৪ রানে থাকেন অপরাজিত। শেষ সেশনে ৩৪ ওভারে ২ উইকেটে ১০০ রান যোগ করে সফরকারীরা।
সর্বাধিক ৩১ ওভার বোলিং করা তাইজুল ছিলেন নিখুঁত (২.৩৫)। তাকেও ছাড়িয়ে গেছেন ফিটনেস ইস্যুতে নজরবন্দী সাকিব ১৯ ওভারে ৭ মেডেনে মাত্র ২৭ রান দিয়ে। খালেদ ও নাঈম রান দিয়েছেন ওভারপ্রতি ৪ এর বেশি। তাই বোলিং খুব ভাল হয়নি বাংলাদেশের। এখন বড় সংগ্রহের স্বপ্ন ৪ উইকেটে ২৫৮ রান তোলা শ্রীলঙ্কার।
দিনের প্রথম সেশনে অবশ্য সফরকারীদের চাপে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারের প্রথমবারের মতো আক্রমণে এসেই করুনারাতেœকে ফেরান প্রায় ১৪ মাস পর টেস্টে ফেরা নাইম হাসান। পরে তার হাত ধরেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ। এবার ২২তম ওভারে ওশাদাকে কট বিহাইন্ড করেন তিনি।
নাইমের জোড়া সাফল্যের সেশনে শরিফুলের বোলিংয়ে দুইটি রিভিউও হারায় বাংলাদেশ। ওশাদা আউট হওয়ার ঠিক পরের ওভারে নতুন ব্যাটার এ্যাঞ্জেলো ম্যাথিউজের বিপক্ষে জোরালো আবেদন করেছিলেন শরিফুল। সাড়া দেননি আম্পায়ার। তবে শরিফুল যেনো পুরোপুরি নিশ্চিত ছিলেন সেই আউট নিয়ে, তাই নিয়ে নেন রিভিউ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রথম টেস্ট
ব্যাট করবেন ॥ নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ^ ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
উইকেট পতন ॥ ১/২৩ (করুনারতেœ; ৭.৫ ওভার), ২/৬৬ (ওশাদা; ২১.২), ৩/১৫৮ (কুশল; ৫৬.১), ৪/১৮৩ (ধনঞ্জয়া; ৬৫.২)।
বোলিং ॥ শরিফুল ১৩-১-৩৮-০, খালেদ ১১-১-৪৫-০, নাঈম ১৬-২-৭১-২, তাইজুল ৩১-৮-৭৩-১, সাকিব ১৯-৭-২৭-১।
প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ; ৯০ ওভারে- ২৫৮