মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রবাসীদের ভোগান্তির অবসানে ল্যাব চালু ১ জানুয়ারি

চট্টগ্রাম প্রতিনিধিঃ নানা হয়রানি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে আমিরাতে ফিরতে হয়েছিল চট্টগ্রামে আটকে থাকা প্রবাসীদের। তার জন্য তাদের ফ্লাইটের দুই-এক দিন আগেই চলে আসতে হতো ঢাকায়।

অবশেষে এ ভোগান্তির অবসান হতে যাচ্ছে। ১ জানুয়ারি (শনিবার) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব চালু হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশ গমনেচ্ছু যাত্রীরা এ ল্যাবে ৪৫ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ পাবেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম পরীক্ষামূলক চালু করা হবে। এসময় ল্যাব থেকে সঠিক ও নির্ভুল তথ্য আসছে কি না সেটা যাচাই করা হবে। সব ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে পুরোদমে ল্যাব চালু করা হবে।

তিনি জানান, বিমানবন্দরে চারটি ল্যাব স্থাপন করা হয়েছে।মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক হাজার ৬০০ টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে বিমানবন্দরে আসবেন। সেখানে হেলপ ডেস্কে কথা বলে সংশ্লিষ্ট ল্যাবে নমুনা দেবেন।

এরপর তারা ইমিগ্রেশনে অপেক্ষা করবেন। নমুনা দেওয়ার পর ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট মিলবে। চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কুমিল্লার মডার্ন ডায়াগনস্টিক লিমিটেড, ঢাকার ল্যাবএইড লিমিটেড ও প্রেসক্রিপশন পয়েন্টকে ল্যাবগুলো তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান শাহরিয়ার কবির। ল্যাব চালুর পর প্রবাসীরা দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে মনে করেন তিনি।

আরটি-পিসিআর ল্যাব চালু এবং এর কার্যক্রম তদারকির জন্য গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিমানবন্দরে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিআইটিআইডি ল্যাব ইনচার্জ শাকিল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com