বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যূারোঃঃ
চট্টগ্রামস্থ দেওয়ানহাট সিএসডি গোডাউনের প্রবেশ মুখে এবং ফ্লাই ওভারে পশ্চিম পার্শ্বে সিএসডি গোডাউনের চাউল বহনকারী গাড়ী নং-চট্টগ্রাম-ট-০৫-০২১৩ থেকে ড্রাইভার বিমল, হেলপার বাবুল ও চোর জাবেদসহ কয়েকজন মিলে ২ বস্তা চাল নামিয়ে রাখছে। স্থানীয় কিছু জনসাধারন ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এই চোর চক্রটি প্রতিটি গাড়ী হইতে ২ বস্তা হইতে ৫ বস্তা পর্যন্ত চাউল চুরি করে। এই সরকারী চাউল গুলি চট্টগ্রাম বন্দর হইতে ট্রাক যোগে সিএসডি গোডাউন দেওয়ানহাট আসছিল। সিএসডি গোডাউন এর কর্তৃপক্ষের সহিত কথা বলে জানা যায়, বন্দরের অসাধু লোকজনের সহযোগিতায় এই চোর চক্রটি চাউল প্রতি গাড়ীতে ২/৫ বস্তা বাড়তি নিয়ে আসে কিছু টাকার বিনিময়ে। কিন্তু আমাদের গোডাউন কর্তৃপক্ষকে মাল ঠিকই বুঝিয়ে দেয়। গোডাউন কর্তৃপক্ষ আরো বলে প্রতিদিন ৮০/১০০টি গাড়ী গোডাউনে প্রবেশ করে। এই থেকে বুঝা যায় প্রতিদিন প্রায়-২০০ বস্তা থেকে ১০০০ বস্তা পর্যন্ত এই চোর চক্র চাউল করে করে। যার অর্থ মুল্য প্রায় ৪ লক্ষ টাকা হইতে ২০ লক্ষ টাকার সরকারী চাউল চোর চক্রটি হাতিয়ে নিচ্ছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এর আশু হস্তক্ষেপ কামনা করছে নগরবাসী।