শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ ।।
চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তথ্য পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে তিনি বলেন, ‘কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।’
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।