মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, শুক্রবার করোনায় মারা গিয়েছিলেন ৮ জন, শনাক্ত হয়েছিলেন ৬১৬ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৬ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৯৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯৭ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে- লোহাগাড়া ১, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ১, আনোয়ারায় ১১, চন্দনাইশে ৬, পটিয়ায় ২, বোয়ালখালীতে ২২, রাউজানে ৫০, ফটিকছড়িতে ২৩, হাটহাজারীতে ৪১, সীতাকুণ্ডে ৮, মিরসরাইয়ে ২ ও সন্দ্বীপে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৯ হাজার ৩৩৮ জন। বাকি ২৫ হাজার ১২ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৩ জন নগরের বাসিন্দা, বাকি ২ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৭০ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com