রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ চলতি মরসুমে এফসি বার্সেলোনা রবার্ট লেওয়ানডস্কি, রাফিনা ও ফ্র্যাঙ্ক কেসির মতো ফুটবলারদের সই করিয়েছে। কিন্তু বার্সার কোচ ও প্রাক্তন ফুটবলার জাভি চাইছেন দলকে আরও শক্তিশালী করতে। তিনি তাঁর দীর্ঘ বছরের সতীর্থ ও ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারকেই ফের চাইছেন ক্লাবে। বার্সাকে জাভি জানিয়ে দিয়েছেন যে, লিওনেল মেসিকে ফিরিয়ে আনুক ক্লাব।
এখন প্রশ্ন ‘ঘরের ছেলে’কি ঘরে ফিরছে? কাতালুনিয়ান ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জানিয়ে দিয়েছেন যে, তিনি মেসির প্রত্যাবর্তনের অপেক্ষায়। লাপোর্তা ইএসপিএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় লিও মেসির সঙ্গে বার্সেলোনার গল্প এখনও শেষ হয়নি। এখনও সেটা খোলাই আছে। এটা আমাদেরই দায়িত্ব যে, মেসির সঙ্গে বার্সার শেষটি আরও সুন্দর হোক।
বার্সার প্রেসিডেন্ট হিসাবে আমি মেসির কাছে ঋণী।” গতবছর ৮ অগাস্ট ন্যু ক্যাম্পে নেমে এসেছিল শোকের ছায়া। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন মেসি। বার্সা ছেড়ে মেসি ফ্রান্সের দাপুটে দল প্যারিস সাঁ জাঁ-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে দু বছরের চুক্তি করেছেন।
উল্লেখ্য, সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি অঙ্কে মেসির সঙ্গে চুক্তি হয়েছে পিএসজি-র। আগামী ২০২৩-২৪ মরসুমে মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। এখন দেখার মেসি চেনা বার্সায় ফেরেন কিনা!
স্পেন থেকে প্যারিসে এসে মেসি সেভাবে সাফল্যের মুখ দেখেননি। এখনও পর্যন্ত ৩৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ৩৫ বছরের ফুটবলার ন্যু ক্যাম্পে ফিরলে, তাঁকে যে সাদরে আমন্ত্রণ করবে ক্লাব, তা বলার অপেক্ষা রাখে না।