শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

গ্রেফতারের দেড় ঘণ্টা পর দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু!

চট্টগ্রাম ব্যুরো:: চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দেড় ঘণ্টার মধ্যেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সাবেক উপপরিচালকের মৃত্যু হয়েছে। তার নাম ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা। মারা যাওয়া দুদকের সাবেক এই কর্মকর্তার পরিবারের সদস্যদের অভিযোগ-পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে মারা যান ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা।

এর আগে, একইদিন রাত ১১টার দিকে তাকে এক কিলোমিটার এলাকার বাসা থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আদালতে একটা মামলা (সিআর মামলা) হয়েছিল।

শহীদুল্লার ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ অভিযোগ করেছেন তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, কোনো ওয়ারেন্ট না দেখিয়ে রাত ১১টার দিকে হঠাৎ চান্দগাঁও থানার দুই উপপরিদর্শক (এসআই) বাসায় আমার বাবাকে ধস্তাধস্তি করে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। কিন্তু দেখেন বাবাকে নেওয়ার সঙ্গে সঙ্গে থানার ফটক বন্ধ করে দেওয়া হয়। আমার বাবা হৃদরোগী ছিলেন। তার সবসময় ইনহেলার ও মেডিসিনের প্রয়োজন হয়। কিন্তু এসব আমার বাবার কাছে পৌঁছাতে দেয়নি পুলিশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার বাবা দুদকের সাবেক উপপরিচালক। কিন্তু তাকে ন্যুনতম সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয়নি। এটা পরিকল্পিত হত্যা।

শহীদুল্লার পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। কিন্তু সম্প্রতি মামলার বিষয়ে তারা কিছু জানতেন না। এ সংক্রান্ত কোনো নোটিশও পাননি শহীদুল্লা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) পংকজ দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি সিআর মামলায় শহীদুল্লাকে গ্রেফতারের ১৫ মিনিট পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুতই তাকে হাসপাতালেও নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদুল্লার ছেলে ও পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম। তিনি বলেন, ওই ব্যক্তির সঙ্গে আমাদের কেউ অসদাচরণ করেনি। গ্রেফতারের কিছুক্ষণ পর খারাপ লাগার কথা জানালে আমি তাকে আমার কক্ষে এনে বসাই। পরে তার ভাইদের সঙ্গে নিয়ে হাসপাতালে পাঠানো হয়।

ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ দুদক থেকে ২০০৭ সালের ১২ জুলাই অবসরে যাওয়ার আগে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি পরিবার নিয়ে চান্দগাঁও থানার পাশের এক কিলোমিটার এলাকায় বাস করতেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com