শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

গ্রেফতারকৃত সন্ত্রাসী মানিক ও তার পরিবারের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

মো. আবদুল্লাহ, চট্টগ্রাম থেকে।।
স্বর্ণের প্রলোভনে শত শত পরিবারের অর্থ আত্মসাৎ, সর্বস্ব হাতিয়ে নিয়ে নিজ গৃহে নারীদের ধর্ষণ, সন্ত্রাসী কায়দায় গৃহবন্দী করে মারধর, জোরপূর্বক অস্ত্র দিয়ে ছবি তুলে ব্ল্যাকমেইল‌ এবং চসাসের সমাজ সেবা সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ ফিরোজ উদ্দিনের মাথায় অস্ত্র ঠেকিয়ে হামলা ও নগদ ৬ লাখ টাকা আত্মসাৎ করে ১৮ মামলার কুখ্যাত সন্ত্রাসী মানিক ও তার পরিবার।

এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভুক্তভোগী পরিবারগুলোর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)।

শনিবার (২৩ মার্চ) চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় চত্বরে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা। ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ দিদার আশরাফী, সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম ও সমাজ উন্নয়ন কর্মী প্রণবরাজ বড়ুয়া।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, বাঁশখালীর মানিক ও তার পরিবার একই প্রক্রিয়ায় সকলকে জিম্মি করেছে। প্রথমে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজ বাড়িতে সপরিবারসহ আমন্ত্রণ জানিয়ে জোরপূর্বক আটকিয়ে মারধর ও ধর্ষণসহ টাকা আদায় করতো চক্রটি। চক্রটি দীর্ঘদিন যাবৎ একই কায়দায় অপরাধ করে আসলেও পুলিশ ও প্রশাসন একাধিকবার অভিযান করেও তাকে আটক করতে পারেনি। অবশেষে বাঁশখালী থানা থাকে আটক করতে সক্ষম হন। আমরা গ্রেফতারকৃত এই আসামি ও তার পরিবারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। আমাদের রাষ্ট্রীয় একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমরা ন্যায় বিচার পেতে পারি।

ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ ফিরোজ উদ্দিন, হাজেরা বেগম, মুকুল কান্তি শীল, মোহাম্মদ মিরাজসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com