বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল একটি মাইক্রোবাস। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির কারণেই ঘটে এ দুর্ঘটনা।

গ্লোবাল পরিবহনে থাকা এক যাত্রী বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক।

এর আগে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানেও একটি দুর্ঘটনা ঘটিয়েছে বাসটি। সেখানেও একটি মাইক্রোবাসকে চাপ দেয়। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এরপরে আবারও দুর্ঘটনা ঘটায় মুকসুদপুরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com