রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী পীরগাছা নামকস্থানে ১টি পিকনিক বাসে ব্যাপক তল্লাশী চালিয়ে ৬টি ধারালো বার্মিজ চাকু’সহ কিশোর গ্যাংয়ের ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতশুক্রবার গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৫ই ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাঁত প্রায় ৯টা ৩০মিঃ সোনারায় ইউনিয়নের পীরগাছা বন্দর এলাকায়।
জানা গেছে, গত ১৫ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সোনারায় এলাকা থেকে একদল কিশোর দলবদ্ধ হয়ে বড় ১টি বাসগাড়ী যোগে ভ্রমন করতে ‘দিনাজপুর স্বপ্নপুরী’তে রওনা দেন। ওই পিকনিক স্পট থেকে ৬জন কিশোর স্ট্রিলের তৈরী ধারালো ৬টি বার্মিজ চাকু ক্রয় করে। এরপর ‘স্বপ্নপুরী’ থেকে বাসযোগে বাড়ী ফেরার পথে ১৫ই ফেব্রুয়ারী রাঁত ৯টায় সোনারায়ের পীরগাছা বাজারে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে এএসআই আবু তৈয়ব, এএসআই ইউসুফ আলী, এএসআই মিথুন রহমান, এএসআই সুখদেব চন্দ্র ও কনষ্ট্রোবল শাহাদত হোসেন’সহ সঙ্গীয় ফোস নিয়ে গিয়ে পিকনিক বাস থামিয়ে বাসে ও যাত্রীদের দেহ তল্লাশী করে পুলিশ ৬টি স্মার্ট ফোন, ৬টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার’সহ ৯জন কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতদের হলো সোনারায় জামিরবাড়ী গ্রামের হায়দার আলীর পুত্র শিহাব উদ্দিন (২০), জামিরবাড়ীয়া গ্রামের মৃত রবিউল ইসলামের পুত্র রাকিব (১৭), লস্করীপাড়ার আব্দুল জলিলের পুত্র লাজু ওরফে সাব্বির ওরফে লেদো (১৯), মুকুল মিয়ার পুত্র শিহাব (১৬), পিন্টু মিয়ার পুত্র পিয়াস (১৭), রফিকুলের পুত্র রাহুল (১৭), আনিছারের পুত্র নাজিবুর ওরফে নাঈম (১৭), আমজাদ হোসেনের পুত্র শামীম (১৭) এবং হাফিজার রহমান এর পুত্র বুলবুল ওরফে মেহেদী (১৭)। এ ব্যাপারে গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পিকনিক এর ১টি বাস তল্লাশী করে ৬টি বার্মিজ চাকু উদ্ধারসহ ৯জনকে গ্রেফতার করা হলে এসআই আব্দুল কুদ্দুস এর বাদীত্বে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে ২জনকে বগুড়া জেলা কারাগারে এবং ৭জনকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ দেন।