বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত ৭৪৩ ফিলিস্তিনি

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত ৭৪৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে কমপক্ষে ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত বিতর্কিত সহায়তা প্রকল্প গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কেন্দ্রে সাহায্য নিতে যাওয়া কমপক্ষে ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৮৯১ জনেরও বেশি আহত হয়েছেন।

জিএইচএফ প্রকল্প চালু হয়েছে গত মে মাসের শেষ দিকে। একাধিক প্রতিবেদনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রকল্পটি।

কাতাল-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, ইসরাইলের গাজা অবরোধের ফলে সৃষ্ট তীব্র সঙ্কটের মধ্যে ফিলিস্তিনি পরিবারগুলো যখন বেঁচে থাকার শেষ আশায় খাদ্য নিতে আসছে, এমন সময় তাদের উপর হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ছে। অনেক পরিবার খাবার পাচ্ছে না। এখানকার মায়েরা সন্তানদের খাবার দিতে নিজেরা না খেয়ে থাকছেন।

বার্তাসংস্থা এপি বলছে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে (জিএইচএফ) নিয়োজিত কয়েকজন মার্কিন ঠিকাদার বলেন, তারা নিজেরাই দেখেছেন যে জিএইচএফ বিতরণ পয়েন্টে সাহায্য চাইতে আসা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর তাজা গোলাবারুদ এবং স্টান গ্রেনেড ছোঁড়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com